নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রবিবার তিনটি আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। কিশোরগঞ্জ–১, ২ ও ৩ এ তিনটি আসনে দাখিলকৃত ৩২ জনের মনোনয়নের মধ্যে ১৪ জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
কিশোরগঞ্জ–১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর) আসনে মোট প্রার্থী ১৩ জন। যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন ৬ জন। সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী দাখিল না করা এবং হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করায় ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়। সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী দাখিল না করায় বাদ পড়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হেদায়াতুল্লাহ হাদী। এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় তথ্যের গড়মিল থাকায় বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম খান ও রুহুল হোসাইন। নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণী এবং সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী দাখিল না করায় বাদ পড়েছেন খেলাফত মজলিসের প্রার্থী আহমদ আলী। ঋণ খেলাপি ও এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় তথ্যের গড়মিল থাকায় বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
কিশোরগঞ্জ–২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে মোট প্রার্থী ৯ জন। যাচাই বাছাইয়ে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী দাখিল না করা এবং হলফনামায় তথ্য গোপন করায় বাদ পড়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মো. বিল্লাল হোসেন। এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় তথ্যের গড়মিল থাকায় বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থী নূর উদ্দীন আহমেদ। সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী দাখিল না করায় ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আবুল বাসার রেজওয়ানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। হলফনামা সঠিক ফরম্যাটে দাখিল না করা এবং মনোনয়নপত্রের দ্বিতীয় খন্ডে প্রার্থীর ব্যক্তিগত তথ্যাদি পূরণপূর্বক দাখিল না করায় গণ অধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. শফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মোট প্রার্থী ১০। যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন ৪ জন। নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র স্বাক্ষর প্রদান না করায় গণতন্ত্রী পার্টির প্রার্থী দিলোয়ার হোসাইন ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করা হয়। ঋণ খেলাপি হওয়া এবং নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী কর্তৃক স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্রে স্বাক্ষর প্রদান না করায় জাতীয় পার্টির প্রার্থী মো. মুজিবুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। ঋণ খেলাপি ও এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় তথ্যের গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী এ কে এম আলমগীরের প্রার্থিতা বাতিল করা হয়। এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকায় তথ্যের গড়মিল থাকায় বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম মোল্লা।
