সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা: কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ এবং ডিসেম্বর/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা (ক্রাইম) সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৃথক দুটি ধাপে এই সভাগুলো অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১২ টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও অফিসাররা তাদের পেশাগত ও ব্যক্তিগত সমস্যার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
বিকেল তিনটায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ডিসেম্বর/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা (ক্রাইম) সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলার অগ্রগতি এবং অপরাধ দমনে গৃহিত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
ডিসেম্বর/২০২৫ মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসারদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। এ সময় তিনি কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্, অতিরিক্ত দায়িত্বে ডিএসবি) মাহমুদুল ইসলাম তালুকদার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম, করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা এবং অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক। এছাড়াও নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ফাঁড়ির ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বাহিনীর সকল সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
