সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা: “আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্য স্লোগানে কিশোরগঞ্জের নিকলীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় নিকলী থানা চত্বরে অনুষ্ঠানটির আয়োজন করে জেলা পুলিশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
নিকলী থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত নাগরিকরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে ঘিরে বিভিন্ন প্রশ্ন, মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) তৃপ্তি মণ্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মাহমুদুল ইসলাম তালুকদার, নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রেহানা মজুমদার মুক্তি, নিকলী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. আসিব, নিকলী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাকসুদ আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খাদিজা খাতুন।
এছাড়াও বক্তব্য রাখেন নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আল মামুন, সাংবাদিক হিমেল আহমেদ, সাংবাদিক আব্দুর রহমান রিপন, সাংবাদিক হাবিব মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক আবীর, বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ আলী, নিকলী উপজেলা জামায়াতের আমির মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সাধারণ জনগণ তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরলে পুলিশ সুপারসহ আগত অতিথিরা তা মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
জনগণের জান-মাল রক্ষা ও আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওপেন হাউজ ডে আয়োজন করা হয়, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের এতে অংশ নেন।
