ঢাকাTuesday , 13 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রামে শীতার্তদের মাঝে দারিদ্র্য বিমোচন সংস্থার কম্বল বিতরণ

প্রতিবেদক
-
January 13, 2026 6:25 pm
Link Copied!

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রামে দারিদ্র্য বিমোচন সংস্থার উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে ৩৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, এ ধরণের সহায়তা শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংগঠনটির উদ্যোক্তারা জানান, সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। বিতরণকৃত ৩৫০টি উন্নতমানের কম্বল শীতের দুর্ভোগ কমাতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ জাকির আশরাফী, পরিচালক মোহাম্মদ ফয়সাল, ফাইজুল হাসান, সোহাগ, জুনাইদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভবিষ্যতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বস্ত করেন।

আপনার মন্তব্য করুন