নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ২০টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলনকক্ষে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
ইউনিয়নগুলো হলো ইটনা উপজেলার চৌগাংগা, জয়সিদ্ধি, এলংজুরী, বাদলা, বড়িবাড়ি, ইটনা, মৃগা, ধনপুর ও রায়টুটি। পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া, হোসেন্দী, নারান্দী, সুখিয়া, পাটুয়াভাঙ্গা, চণ্ডিপাশা, চরফরাদী, বুরুদিয়া ও এগারসিন্দুর। কটিয়াদী উপজেলার চান্দপুর ও কুলিয়ারচর উপজেলার রামদি।
শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।