নিজস্ব প্রতিবেদক: “বেকার থাকবো না, বেকার রাখবো না” স্লোগানে কিশোরগঞ্জে বেকারত্ব দূরীকরণ, বিনামূল্যে প্রশিক্ষণ ও চাকুরীর সহায়তার লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের (টিটিটিআই) উদ্যোগে আজ শুক্রবার বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার সেহড়া উত্তরপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা মহিউদ্দিন আতাহারীর সভাপতিত্বে এবং টিটিটিআইর প্রশিক্ষক মো. দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কর্শা কড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুল ইসলাম ভুইঁয়া।
সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুল হক খোকা, কিশোরগঞ্জ জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবদুর রহমান, ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো. শাহজাহান, সমাজ সেবক আক্কাস উদ্দিন সরকার, কর্শা কড়িয়াইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আবু বাক্কার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. হুমায়ুন কবীর রেহান, মো. মোস্তাফা কামাল প্রমুখ।
এলাকার বিভিন্ন রাজনৈতিক, সমাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন।