ঢাকাSaturday , 12 March 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

প্রতিবেদক
-
March 12, 2022 5:02 pm
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকা থেকে ৯ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ শনিবার বেলা পৌনে ৩ টার দিকে অভিযানটি চালায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি সদর উপজেলার পুলেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোনসেটসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলেন ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সিদলা ইউনিয়নের হাসনপুর গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে মামুন মিয়া (৪২) ও একই গ্রামের মৃত ইসমাইলের ছেলে বকুল মিয়া (৩৮)।

 

র‌্যাবের কোম্পানী অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

আপনার মন্তব্য করুন