নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: মাজারে গান শুনতে গিয়ে এক কিশোর খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামের মাজার সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দগাঁও গ্রামে শাহগুরুন বুড়াপীর (র:) এর মাজারের বার্ষিক ওরশ অনুষ্ঠানে গান নিয়ে ঝগড়ায় সজিব মিয়া (১৭) নামে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত সজিব দত্তপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই রাতে সৈয়দগাঁও গ্রামের শাহগুরুন বুড়াপীর (র:) এর মাজারে ওরশ অনুষ্ঠানে গানের আসর চলছিল। সেখানে দুদল কিশোরের মধ্যে ধাক্কাধাক্কি ও কাথা কাটাকাটি হয়। গভীর রাতে সজিব বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষরা তাকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, দুই কিশোরের দ্বন্দ্বে হত্যাকাণ্ডটি ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।