ঢাকাWednesday , 16 March 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

প্রতিবেদক
-
March 16, 2022 9:40 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: চাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে ‘দাম কমাও-জান বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

আজ বুধবার বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি কেন্দ্রিয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ। তিনি বলেন, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। যা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। একদিকে সরকারি সম্পদ আর অর্থ লুটপাট চলছে। অন্যদিকে লুটপাটের টাকা বিদেশে পাচার করা হচ্ছে। অথচ লুটপাট আর পাচারকারীদের কোন শাস্তি হচ্ছেনা। আর এর মাশুল দিতে হচ্ছে জনগণকে। তিনি অবিলম্বে গ্রাম-শহরে রেশনিং ব্যবস্থা চালুর করার দাবি জানান। দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ আহুত অর্ধদিবস হরতাল সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস ও সৈয়দ নজরুল ইসলাম।

সমাবেশ সঞ্চালনা করেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক।

সমাবেশে শেষে লাল পতাকার বিক্ষোভ মিছিল বের করা হয়।

আপনার মন্তব্য করুন