ঢাকাThursday , 17 March 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে ভুট্টাক্ষেত থেকে নবজাতক উদ্ধার

প্রতিবেদক
-
March 17, 2022 2:38 pm
Link Copied!

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে ভুট্টাক্ষেত থেকে এক নবজাতক  মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে 

বুধবার রাত ১১ টার দিকে জাফরাবাদ ইউনিয়নের  মালিবাড়ি এলাকার মেনু মিয়ার ভুট্টাক্ষেত থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে। 

মালিবাড়ি এলাকার হাজেরা বেগম জানান, রাতে শিশুটির কান্নার আওয়াজ শুনে বাড়ির মহিলারা বের হয়ে ভুট্টাক্ষেতে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় পাশের বাড়ির সোমা নামে এক নারী হাজেরাকে ডেকে আনেন। তিনি এসে শিশুটিকে উদ্ধার করেন৷ রাতে হাজেরা ও সোমার  হেফাজতেই ছিল শিশুটি। 

জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো.সায়েম জানান, ভুট্টাক্ষেতে শিশুটির কান্না শুনে স্থানীয়রা উদ্ধার করে আমাকে অবগত করলে আমি পুলিশকে জানাই। 

করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে নবজাতককে নিয়ে আসে। করিমগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক তার শারীরিক অবস্থা ভালো বলে জানায়। উদ্ধার হওয়া নবজাতকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তাকে দত্তক নিতে এ পর্যন্ত বেশ কয়েকজন যোগাযোগ করেছেন। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দত্তক দেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনার মন্তব্য করুন