ঢাকাTuesday , 5 April 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজন গ্রেফতার

প্রতিবেদক
-
April 5, 2022 6:09 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ২টার দিকে অভিযানটি চালায় পাকুন্দিয়া থানার পুলিশ।

গ্রেফতার তিনজন হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আকরাম হোসেন (২১), একই গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে সাব্বির মিয়া (২০) ও পাকুন্দিয়া উপজেলার ষাইটকাহন গ্রামের নয়ন মিয়ার ছেলে আবু সালেক তপু (২২)। তাদের কাছ থেকে একটি বড় রাম দা, একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করে পুলিশ।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পাকুন্দিয়া উপজেলার শালংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর একদল দুষ্কৃতিকারী ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেছে। এ সংবাদের ভিত্তিতে এসআই (নি:) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রাত ২টার দিকে অভিযান চালায়। এ সময় তিনজনকে অস্ত্রসহ গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪/৫ জন পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

আপনার মন্তব্য করুন