ঢাকাTuesday , 26 April 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ৪৮৬ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর

প্রতিবেদক
-
April 26, 2022 9:27 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার,” “মুজিববর্ষে কেউ গৃহ ভূমিহীন থাকবে না”- প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতী এ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের অধীনে কিশোরগঞ্জে ঈদ উপহার হিসেবে ৪৮৬ অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হয়েছে ঘর।

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে সারাদেশে ৩২ হাজার ৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিশোরগঞ্জ সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জমি গৃহ হস্তান্তর করেন কিশোরগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

প্রকল্পের অধীনে গৃহপ্রাপ্ত উপকারভোগী প্রত্যেককে দুই শতাংশ জমির মালিকানাসহ সেমিপাকা ঘর করে দেয়া হয়েছে, যেখানে রান্নাঘর টয়লেট এর সুবিধা রয়েছে। এছাড়াও আঙিনায় হাঁসমুরগি পালন শাকসবজি চাষেরও জায়গা রয়েছে। গৃহ প্রদানের মাধ্যমে পরিবারসহ একটি সুন্দর জীবন উপহার প্রদানের জন্য উপকারভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অতীত জীবনের আশ্রয়হীন কষ্টকর স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, তিনধাপে পর্যন্ত জেলায় মোট ২ হাজার ১৪৫টিশ্রেণির ভূমিহীন গৃহহীন পরিবার পুনর্বাসনের প্রক্রিয়া চলমান রয়েছে। বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে ৪র্থ ধাপে আগামী নভেম্বরের মধ্যে আরও  ৩৯৮টি ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ নূরে আলম, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী,  সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, ভাইস চেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য করুন