ঢাকাWednesday , 14 July 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ জেলা পুলিশের ত্রাণ সামগ্রী পেলেন দুশ অসহায় মানুষ

প্রতিবেদক
-
July 14, 2021 4:56 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) দুশ দুস্থ ও অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেককে পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি আলু, আধা কেজি ডাল, আধা লিটার সয়াবিন তৈল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি লবণ, একটি সাবান ১টি মাস্ক প্রদান করা হয় দুস্থ ও অসহায়দের মধ্যে বেদে, হরিজন, তৃতীয় লিঙ্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার ত্রাণ সামগ্রী নিতে আসা দু:স্থ মানুষদের উদ্দেশ্যে বলেন, সংকটময় মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছেন। সরকারের পাশাপাশি পুলিশ বিভাগও জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি করোনা ভাইরাসের প্রভাব এবং   ভাইরাসের সংক্রমণ থেকে বাচাঁর জন্য করণীয় বিষয়ে পরামর্শ দেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

আপনার মন্তব্য করুন