ঢাকাSaturday , 17 July 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই-এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
-
July 17, 2021 9:49 pm
Link Copied!

মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতির সাবেক সহকারী একান্ত সচিব ও ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল হাই-এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় মিঠমইন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা,  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল হক নূরুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মরহুম আব্দুল হাই-এর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, উপজেলা  যুবলীগের আহ্বায়ক ও মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন ডালিম ও কায়সার আহমেদ পাভেল, মিঠামইন উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি বি. এম. সোহান, সাধারণ সম্পাদক মো. হাসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক রফিক আহমেদ পল্লব, সৈয়দ হাসিবুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য করুন