ঢাকাSunday , 18 July 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও কারখানা মালিকের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন 

প্রতিবেদক
-
July 18, 2021 2:14 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা এবং কারখানার মালিকের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।

আজ রবিবার বেলা ১১ টায় শহরের রঙমহলের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই। কারখানা মালিকের গাফিলতি এবং অতি মুনাফার লোভ এর জন্য দায়ী বলে বক্তারা উল্লেখ করেন। তারা নিহতদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করা এবং কারখানার মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী আব্দুর রহমান রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক এডভোকেট শফীকুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম শাহজাহান, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, বাসদ (মার্কসবাদী) নেতা আলাল মিয়া, সদর উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক নূরুল হক, বাসদ নেতা সাজেদুল ইসলাম সেলিম, আসাদ আরভিং, এডভোকেট মাসুদ আহমেদ, খালেদা আক্তার প্রমুখ।
আপনার মন্তব্য করুন