হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে নৌকা ডুবিতে নিখোঁজের প্রায় ৩৮ ঘন্টা পর শামীম মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ব্রহ্মপুত্র নদে লামকাইন এলাকায় তার মরদেহ ভেসে উঠে। যা ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ময়মনসিংহ জেলার পাগলা থানার লামকাইন এলাকায়।
শামীম হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক।
শামীমের ভাতিজা হাসিবুর রহমান সৌরভ জানান, আগামী ২৫ সেপ্টেম্বর তারা চাচা শামীমের ওমান যাওয়ার কথা ছিল। তার ১২ বছর বয়সী একটি ছেলে ও ৯ বছর বয়সী একটি মেয়ে রয়েছেন। শামীমের এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার সকালে ময়মনসিংহ জেলার পাগলা থানার লামকাইন এলাকায় শামীমের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
উল্লেখ্য, সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের নামে সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুটি নৌকার সংঘর্ষে একটি নৌকা ডুবে যায়। এতে শামীমসহ তিনসহ নিখোঁজ হয়। শামীমের লাশ উদ্ধারের আগে সকাল ৬ টার দিকে হোসেনপুর ব্রীজের কাছে সিফাত (১৬) ও তার ভাতিজা ইয়াসিন (৭) এর মরদেহ উদ্ধার করা হয়।