ঢাকাSaturday , 8 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে বজ্রপাতে পিতার মৃত্যু, ছেলে আহত

প্রতিবেদক
-
October 8, 2022 7:12 pm
Link Copied!

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে আক্কাছ আলী (৫০) নাম এক কৃষকের মৃত্যু এবং আহত হয়েছে তার ছেলে আরকান আলী (১২)।

আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গুণধর ইউনিয়নের সুলতান নগর গ্রামে ঘটনাটি ঘটে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুল আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে গুনধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম রাসেল জানান, আজ বিকালে জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে আক্রান্ত হন আক্কাস আলী ও তার ছেলে আরকান। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আক্কাস আলীকে মৃত ঘোষণা করেন। আহত আরকান আলীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য করুন