ঢাকাFriday , 14 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

বাজিতপুর পৌরসভা ও সাত ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

প্রতিবেদক
-
October 14, 2022 1:24 am
Link Copied!

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: দীর্ঘ প্রায় ১৭ বছর পর কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা ও সাত ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক ঘোষিত সাংগঠনিক মাসের কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনকে তৃণমূল পর্যায়ে গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নির্দেশে সম্প্রতি কমিটিগুলোর অনুমোদন দেন স্বেচ্ছাসেবক লীগ বাজিতপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ও জাতীয় পরিষদ সদস্য আফজাল হোসেন।

অনুমোদিত আহ্বায়ক কমিটিগুলো হচ্ছে, বাজিতপুর পৌরসভা, পিরিজপুর ইউনিয়ন, হালিমপুর ইউনিয়ন, হিলচিয়া ইউনিয়ন, সরারচর ইউনিয়ন, মাইজচর ইউনিয়ন, দিঘিরপাড় ইউনিয়ন ও কৈলাগ ইউনিয়ন।

দলীয় সূত্রে জানা গেছে, বাজিতপুর পৌরসভায় মো. হেদায়েতুল ইসলামকে আহ্বায়ক, দুলাল মিয়া, সাইফুল ইসলাম, এহসান রনি ও ওবায়দুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

পিরিজপুর ইউনিয়নে আরিফুল হক মুরাদকে আহ্বায়ক ও ওবাইদুল হক দিপুকে যুগ্ম আহ্বায়ক, হালিমপুর ইউনিয়নে জুয়েল মিয়াকে আহ্বায়ক ও লোকমান হোসেনকে যুগ্ম আহ্বায়ক, সরারচর ইউনিয়নে নূরে আলমকে আহ্বায়ক ও সাদ্দাম হোসেনকে যুগ্ম আহ্বায়ক, মাইজচর ইউনিয়নে মোশারফ হোসেনকে আহ্বায়ক ও দিপু মিয়াকে যুগ্ম আহ্বায়ক, দিঘীরপাড় ইউনিয়নে আফজাল হোসেনকে আহ্বায়ক ও আলমগির হোসেনকে যুগ্ম আহ্বায়ক, হিলচিয়া ইউনিয়নে রায়হান মিয়াকে আহ্বায়ক ও মান্নান মিয়াকে যুগ্ম আহ্বায়ক এবং কৈলাগ ইউনিয়নে নূরে আলমকে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রানা আহমেদকে।

আহ্বায়ক কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য করুন