নিজস্ব প্রতিবেদক: দেশকে এগিয়ে নিতে এবং দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষায় শিক্ষিতরা বেকার থাকেনা। সব জায়গাতেই তাদের চাহিদা রয়েছে এবং তাদের মূল্যায়ন হয়।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে স্কুল অব ইঞ্জিনিয়ার্স আয়োজিত ক্যারিয়ার মিট আপে এসব কথা বলেন।
এমপি তৌফিক বলেন, উন্নত দেশের সাথে প্রতিযোগিতায় আমাদের টিকে থাকতে হলে নিজেদেরকে দক্ষভাবে গড়ে তুলতে হবে। দেশকে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে চাইলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে যেভাবে দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, সেভাবে অন্য কোনো শিক্ষার মাধ্যমে এত কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব নয়। তাই সরকার কারিগরি শিক্ষার ক্ষেত্রে জোর দিচ্ছে। সে লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় একটি করে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।
তিনি বলেন, আমি নিজেও একজন কারিগরি শিক্ষার ছাত্র ছিলাম। আমার সাবজেক্ট ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। কিন্তু আমি ইলেকট্রনিকসে অনেক পারদর্শী। তাই এই কারিগরি শিক্ষার মর্ম আমি বুঝি। আমাদের দেশের অনেক লোক বিদেশে যায়। তারা কিছুই জানে না। সেখানে গিয়ে কাজ না জানায় কম বেতন পায়। তারা যদি কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশ যায়, তাহলে ভালো বেতন পাবে। আর এ জন্যই সরকার জেলায় জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রতিষ্ঠা করেছে।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রনালয়ের বয়লার উপ প্রধান পরিদর্শক প্রকৌশলী দিদারুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ার্সের প্রতিষ্ঠাতা প্রকৌশলী নাজিম সরকার, প্রকৌশলী আলামিন ফরাজী, প্রকৌশলী সাহিন সাহেদ, প্রকৌশলী হাসান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্যারিয়ার মিট আপ অনুষ্ঠানে কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।