ঢাকাSaturday , 22 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে দুই শিশুর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
-
October 22, 2022 7:37 pm
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে পৃথক স্থান থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়া ও আগানগর ইউনিয়নের জগমোহনপুর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

তারা হলো জগমোহনপুর গ্রামের আলাল উদ্দীনের মেয়ে তিন্নি (১১) ও অজ্ঞাত শিশু (৬ মাস)। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভৈরব থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়ার একটি বিল থেকে অজ্ঞাত ছয় মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে আগানগর ইউনিয়নের জগমোহনপুর এলাকার আলাল উদ্দিনের মেয়ে তিন্নি নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ভৈরব থানার উপ-পরিদর্শক সায়েদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, তিন্নি নামের ১১ বছরের শিশুটি আত্মহত্যা করেছে। সে এলাকায় মানসিক রোগী হিসেবে পরিচিত ছিল। আর উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়ার একটি বিল থেকে ছয় মাস বয়সী অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটিকে দুই-তিনদিন আগে বিলে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের ধারণা।

আপনার মন্তব্য করুন