নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার আসাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, সাবেক ডেপুটি কমান্ডার বাশির উদ্দিন ফারুকী ও সদর উপজেলা সংসদের সাবেক কমান্ডার ভূপাল নন্দী।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক এনামুল হক সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মনোয়ার হোসাইন রনি, অপু সাহা, মাসুদ আলম প্রমুখ।
আলোচনা শেষে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য এ বি সিদ্দিকের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।