ঢাকাSaturday , 29 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

প্রতিবেদক
-
October 29, 2022 6:02 pm
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।

আজ শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে হোসেনপুর থানা প্রশাসন।

“কমিউনিটি পুলিশিংয়ের ম‚লমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এ স্লোগানে শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে থানা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম। পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত
পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ, অধ্যক্ষ মোসলেহ উদ্দিন খান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ
সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, অধ্যাপক
তাজুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য করুন