ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মাসুদ রানা (৪৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি শহরের চণ্ডিবের এলাকার বাসিন্দা। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুর আড়াইটার দিকে শহরের কমলপুর নিউ টাউন এলাকায় নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের ছাদে কাজ করছিলেন রাজমিস্ত্রী মাসুদ রানা। এক পর্যায়ে অসাবধানতাবশত: নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভবনটির মালিক ইতালি প্রবাসী রুবেল মিয়া। নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত না করেই ভবনটির নির্মাণ কাজ শুরু করা হয় বলে স্থানীয়দের অভিযোগ।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। নিহতের পরিবারের অভিযোগ পাওয়ার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।