অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের তাড়াইলে নাজমুল হুদা ইফান (১৮) হত্যার দুদিনের মাথায় গ্রেফতার হলো প্রধান আসামী মারুফ মিয়া (২০)। র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল বুধবার ভোরে তাড়াইল উপজেলার ঘোষপাড়া এলাকা তাকে গ্রেফতার করে। মারুফ তাড়াইলের ঘোষপাড়া (বন্দেরবাড়ি) গ্রামের রমজানের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে গত সোমবার রাত সোয়া ৭টার দিকে ঘোষপাড়া মোড়ে নাজমুল হুদা ইফানকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ইফান তাড়াইল উপজেলার দেওথান গ্রামের জামাল মিয়ার ছেলে। এ ঘটনায় তাড়াইল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে র্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে এজাহারভূক্ত আসামী মারুফকে গ্রেফতার করে।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মারুফ এ খুনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এজাহারভূক্ত পলাতক অন্য আসামীদের গ্রেফতারে র্যাবের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।