নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে নিজে মেয়েকে ধর্ষণের মামলার একদিন পর বাবাকে গ্রেফতার করেছে র্যাব। ঘটনাটি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের মধুরদিয়া গ্রামের। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল আজ মঙ্গলবার ভোরে মধুরদিয়া গ্রামে অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি জিল্লুর রহমানকে (৪৮) গ্রেফতার করে।
গ্রেফতার জিল্লুর রহমান মধুরদিয়া গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত বছরের ৫ নভেম্বর আনুমানিক ২ টার দিকে মধুরদিয়া গ্রামের জিল্লুর রহমান তার নাবালিকা মেয়েকে (১৪) নিজ বসতঘরে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না জানানোর জন্য ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন এবং পরে আরও একাধিকবার ধর্ষণ করেন। ভিকটিম ভয়ে কাউকে কিছু জানায়নি। এক পর্যায়ে তার শারীরিক পরিবর্তন পরিলক্ষিত হলে বিষয়টি জানাজানি হয় এবং ভিকটিম পরিবারের অন্য সদস্যদের কাছে ঘটনাটি খুলে বলে।
গত সোমবার (১৫ মে) ভিকটিমের বড় ভাই আলট্রাসনোগ্রাম করালে ভিকটিম ২৭-২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে প্রতীয়মান হয়। পরে এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে ঐদিনই কিশোরগঞ্জ সদর মডেল থানায় বাবাকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেন।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।