ঢাকাThursday , 29 July 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
-
July 29, 2021 2:22 pm
Link Copied!

ঠাকুরগাঁও সংবাদদাতা: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, সহসভাপতি হাসিনুর রহমান, সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন বাচ্চু, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল, জাগো নিউজের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, নিউজ বাংলার জেলা প্রতিনিধি রহিম শুভ, সাবেক জেলা ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল করিম, বাংলাদেশ সাম্যবাদি আন্দোলনের জেলা সমন্বয়ক মাহবুব আলম রুবেল প্রমুখ।

তারা বলেন, গণমাধ্যমকর্মীরা যখন সত্য ঘটনা তাদের লেখনির মাধ্যমে তুলে ধরেন, তখন কিছু দুর্নীতিবাজ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে সাংবাদিকদেরকে দাবিয়ে রাখতে চায়।

উল্লেখ্য, গত ৫ জুলাই ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা রোগীদের খাদ্য সরবরাহ নিয়ে অনিয়মের বিষয় কয়েকটি গণমাধ্যমে তুলে ধরলে তদন্ত ছাড়াই হাসপাতালের তত্বাবধায়ক নিজে বাদী হয়ে সাংবাদিক তানু, লিটু ও রহিম শুভর নাম উল্লেখ্ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। বক্তারা আরও বলেন, যদি মামলা করতেই হয় তাহলে মামলাটি করার কথা ছিল সংশ্লিস্ট ঠিকাদারের বিরুদ্ধে। কিন্তু তা না করে ঠিকাদারকে বাঁচাতে মামলা করা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার এবং ঠাকুরগাঁও জেলাসহ সারাদেশে যেসব সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের দাবি জানান তারা। অন্যথায় আরো কঠোর কর্মসুচি পালন করা হবে। সেই সাথে হাসপাতালের দুর্নীতির সাথে জড়িতদের তদন্ত করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে জেলার সংবাদকর্মী ছাড়াও লেখক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

আপনার মন্তব্য করুন