পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবদাদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬১ বছর। বুধবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।
তিনি মা, স্ত্রী, ৩ মেয়ে, ২ ভাই, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় নারান্দি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, ফারুক আহমেদ নারান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি শফিকুল ইসলাম শফিকের বড় ভাই।
শোক
ফারুক আহমেদের মৃত্যুতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী, পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, কিশোরগঞ্জ জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, পাকুন্দিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম দেওয়ান গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।