নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের অবদানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক ও বিসিবির পরিচালক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
শহরের কালীবাড়ি সড়কস্থ নরসুন্দা নদীর তীরে অবস্থিত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুর করার পরিপ্রেক্ষিতে তিনি শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
সৈয়দ টিটু মৌলবাদীদের প্রতি ইঙ্গিত করে বলেন, ২০১৪ সালে মৌলবাদীদের হুংকার নস্যাৎ করে দিয়েছিলেন সৈয়দ আশরাফ। বর্তমানে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১৫২ জন আউটসোর্সিং কর্মচারীকে ছাটাই করা হচ্ছে। অন্যদিকে সৈয়দ আশরাফের স্বপ্নের নরসুন্দা প্রকল্পের জায়গা দখলের মহোৎসব চলছে। এসব করে এখানকার রাজনীতিকে অস্থিতিশীল করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি ম্যুরাল ভাঙচুরের তীব্র নিন্দা এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় কেন্দ্রিয় ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহাম্মদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাছুম খান, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী, জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পাতিবার রাতে শহরের কালীবাড়ি সড়কস্থ নরসুন্দা নদীর তীরে কিশোরগঞ্জ পৌর কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জন প্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালটি ভাঙচুর করে দুর্বৃত্তরা।