নিজস্ব প্রতিবেদক: কাঁচামরিচের দাম নিয়ে হচ্ছে নানা ধরণের ট্রল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব মহলেই এখন আলোচনার বিষয় কাঁচা মরিচ। বিষয়টি বিয়ের অনুষ্ঠান পর্যন্ত গড়িয়েছে। বিয়ের অনুষ্ঠানে গতানুগতিক উপহারের বদলে দেওয়া হয়েছে কাঁচামরিচ। বিষয়টি শুধুই উপহার বা কৌতুকবশত নয়, দামের উর্ধগতির কারণে প্রতিবাদস্বরূপ এমন উপহার দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমানের একমাত্র ছেলে এডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের বৌভাত অনুষ্ঠান ছিল রবিবার। অনুষ্ঠানে এককেজি কাঁচামরিচ উপহার দিয়েছেন তারই এক বন্ধু।
অভিনব উপহার নিয়ে আসা বরের বন্ধু এস এম রায়হান জানান, দেশে যে হারে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উপহার হিসেবে কাঁচামরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এ ছাড়া এটি কাঁচামরিচের দাম বৃদ্ধির একটি মৌন প্রতিবাদ বলে জানান তিনি।
এ বিষয়ে বরের চাচা এডভোকেট খলিলুর রহমান জানান, আজকের অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছেন। তবে কাঁচামরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ।
গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সড়াইল উপজেলায় এডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
তবে কেউ কেউ ঘটনাটিকে রাজনৈতিক প্রতিপক্ষের অতিমাত্রায় বাড়াবাড়ি বলেও মনে করছেন। এ ব্যাপারে পাকুন্দিয়া পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম আকন্দ বলেন, সংকটের কারণে কাঁচামরিচের দাম বেড়েছে। এটা কোনো সিন্ডিকেটের কারসাজি নয়, কিংবা সরকারের ব্যর্থতাও নয়। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ এটাকে ইস্যু করে ফায়দা লোটার চেষ্টা করছে বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, কিশোরগঞ্জের বিভিন্ন বাজারে ৪০০-৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ।