ঢাকাFriday , 30 July 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুরে মামলা দায়ের

প্রতিবেদক
-
July 30, 2021 2:57 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার কিশোরগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন (মামলা নং-২৮)।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক জয়নাল আবেদীনকে। মামলায় অজ্ঞাতনামাদেরকে আসামী করা হয়েছে।

এদিকে ম্যুরাল ভাঙচুরের খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও কিশোরগঞ্জ পৌরসভার  মেয়র পারভেজ মিয়া। এছাড়া শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কেন্দ্রিয় ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।

ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করে কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ।

আপনার মন্তব্য করুন