নিজস্ব প্রতিবেদক: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা বাসদ কার্যালয়ে শ্রমিক নেতা হরিলালের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠানে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এতে এডভোকেট মাসুদ আহমেদকে আহ্বায়ক ও আবদুর রহমান রুমেলকে সদস্য সচিব করা হয়। কমিটির সদস্যরা হলেন এডভোকেট শফীকুল ইসলাম, আবদুল হাই, কৃষ্ণ চন্দ্র দে, হরিলাল, বিক্রম বাসুদেব রূপক, বেনু চন্দ্র ঘোষ, জুনায়েদুল ইসলাম, স্বপন চন্দ্র, কবি লিয়াকত আলী, নান্টু কর্মকার, শাহাদৎ হোসেন, ইকবাল হোসেন ভূট্টো, সোহেল রানা, তাপস বর্মণ ও সবুজ আদনান।
এ সময় জেলা বাসদের সমন্বয়ক এডভোকেট শফীকুল ইসলাম উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন