পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে হোসেন্দী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের সততা সংঘের ১১ জন শিক্ষার্থীর মাঝে এসব উপকরন বিতরণ করা হয়। এ সময় উপজেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের জন্য বরাদ্দকৃত অর্থ প্রদান করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম এ রশীদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মাহাথীর মোহাম্মদ সামী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল আলম, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, শিমুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দিন ভূইয়া, হোসেন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আমীন উল্লাহ প্রমুখ।
শিক্ষা উপকরণের মধ্যে ছিল খাতা, স্কেল, জ্যামিতি বক্স, ওয়াটার পট, টিফিন বক্স, কলমদানি ও ছাতা। পরে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হোসেন্দী উচ্চ বিদ্যালয় ও শিমুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে সততা স্টোরের বরাদ্দকৃত অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীন।