নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে পুলিশের হাতে গ্রেফতার হওয়া পারভেজ (৪০) সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। কোন উদ্দেশ্যে ভেঙেছে, তার সাথে আরও কেউ জড়িত ছিল কি না এসব বিষয় জানতে তাকে ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক শুক্রবার রাতে নিউজ একুশেকে এ তথ্য জানিয়েছেন। শনিবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে তিনি জানান।
পারভেজ ইটনা উপজেলার রায়টুটি এলাকার শাহজাহান চৌধুরীর ছেলে। কিশোরগঞ্জ শহরের চর শোলাকিয়া বনানী এলাকায় তার বাসা রয়েছে।
শুক্রবার বিকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের পাশ থেকে তাকে আটক করে পুলিশ। আটকের পরই তাকে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রাক্তন জন প্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালটি বৃহস্পতিবার রাতে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সকালে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, কিশোরগঞ্জ পৌর কর্তৃপক্ষ শহরের কালীবাড়ি সড়কের নরসুন্দা নদীর তীরে সম্প্রতি ম্যুরালটি নির্মাণ করে। গত বছরের ৩০ সেপ্টেম্বর মেয়র পারভেজ মিয়া ম্যুরালটি উদ্বোধন করেন।