নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে একহাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে অভিযানটি চালায়।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মারুফের নেতৃত্বে ডিবির একটি দল ভৈরবের পঞ্চবটি এলাকায় অভিযান চালায়। এ সময় একহাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন ভৈরবের জগন্নাথপুর আওয়ালকান্দা এলাকার মৃত তারা মিয়ার ছেলে হেলিম মিয়া (৪০), পঞ্চবটি এলাকার মৃত ছালেক মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩২) ও একই এলাকার মৃত মন্তু মিয়ার ছেলে দ্বীন ইসলাম ওরফে বাল্লা (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।