ঢাকারবিবার , ৬ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

৯৯৯-এ কল পেয়ে বাজিতপুরের হাওর থেকে শতাধিক পর্যটককে উদ্ধার করলো নৌ-পুলিশ

প্রতিবেদক
-
আগস্ট ৬, ২০২৩ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হাওরে ট্রলার নিয়ে ঘুরতে গিয়ে রাতের আঁধারে দিক হারিয়ে ফেলা শতাধিক পর্যটককে উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার ( আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে বাজিতপুর উপজেলার আইনারগোপ এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।  

নৌপুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূইয়া বিষয়টি  নিশ্চিত করেছেন

জানা গেছে, শনিবার সকালে গাজীপুর জেলার শ্রীপুর থানার টেলিহাটি ইউনিয়নের নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলামের নেতৃত্বে ৪৫ টি মোটরসাইকেলে করে কিশোরগঞ্জের হাওরে ঘুরতে আসেন ১০৭ জন পর্যটক। 

বাজিতপুর পাটুলিঘাটে মোটরসাইকেল রেখে ট্রলারে করে তারা অষ্টগ্রাম হাওরে  যান। সারাদিন অলওয়েদার সড়ক হাওর ভ্রমণ শেষে সন্ধ্যায় অষ্টগ্রাম থেকে ইঞ্জিনচালিত বড় একটি ট্রলারে করে বাজিতপুরের পাটুলিঘাটে ফিরছিলেন। রাত হয়ে যাওয়ায় মেঘনা নদীতে পথ হারিয়ে ফেলেন। পরে ট্রলারের যাত্রীরা ৯৯৯ কল দিলে নৌপুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের সদস্যরা গিয়ে বাজিতপুর উপজেলার আইনারগোপ এলাকা থেকে তাদেরকে উদ্ধার করেন

টেলিহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, সারাদিন হাওরে ঘুরেন তারা। ফেরার সময় রাত হয়ে যায়। রাতের আঁধারে মাঝি পথ হারিয়ে ঘণ্টা যাবত একই স্থানে ঘুরতে থাকেন। পরে ৯৯৯ কল দিলে দ্রুত নৌপুলিশ ঘটনাস্থলে এসে আমাদেরকে উদ্ধার করে পাটুলিঘাটে পৌঁছে দিয়ে যায়।

নৌপুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূইয়া জানান, ৯৯৯ কল পাওয়ার পর দ্রুতই আমাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিরাপদে পাটুলিঘাটে পৌঁছে দিয়েছে। ট্রলারটিতে শতাধিক পর্যটক ছিল।

আপনার মন্তব্য করুন