নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ কারাগারে ধন মিয়া (৪৮) নামে এক হাজতি আসামীর মৃত্যু হয়েছে। তিনি ভৈবর উপজেলার টান কৃষ্ণপুর গ্রামের জাহের মিয়ার ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, একটি খুনের মামলার আসামী (ভৈরব থানার মামলা নং ৩৪ তারিখ ২২/৮/২০১৯) ধন মিয়া শনিবার বিকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন জানান, ধন মিয়া স্ট্রোকে আক্রান্ত হলে কারাগার কর্তৃপক্ষ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আপনার মন্তব্য করুন