নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ৩৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরবের শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামের সামনে অভিযান চালায়। এ সময় একটি অটোরিকশা তল্লাশি করে ৩৮ কেজি গাঁজাসহ রুবেল (৪৫) নামে একজনকে গ্রেফতার করে। তিনি ভৈরব পৌরসভার ৩ নং ওয়ার্ডের কমলপুর ঘোড়াকান্দা (স্থায়ী ঠিকানা: ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মালিজিকান্দা গ্রাম) এলাকার আব্দুল বারেকের ছেলে।
র্যাবের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার রুবেলের স্বীকারোক্তি অনুযায়ী জানান, মাদকের চালানটি ভৈরব লঞ্চঘাট এলাকা থেকে ভৈরবের কালিকাপ্রসাদ এলাকায় নিয়ে যাচ্ছিল। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ভৈরব থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।