ঢাকাবুধবার , ৯ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় ৪৮২ শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ

প্রতিবেদক
-
আগস্ট ৯, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪৮২ শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা হিসেবে ট্যাব প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব দেওয়া হচ্ছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে ট্যাব বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেল পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নার আপেল, উপজেলা-সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে-ই আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ফারুক হোসাইন প্রমুখ।

উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, আদমশুমারির কাজে ব্যবহৃত ট্যাবগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে স্কুল-মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে।

আনুষ্ঠানিকভাবে আজ পাকুন্দিয়া উপজেলার তিনটি স্কুল ও একটি কামিল মাদ্রাসার ২৬জন শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এসব ট্যাব বিতরণ করা হবে।

আপনার মন্তব্য করুন