নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের বাজিতপুরে সরকারি জায়গা থেকে যুবলীগ নেতাকে উচ্ছেদ করায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার নাটক সাজিয়েছেন বলে অভিযোগ উঠেছে। যুবলীগ নেতার শাস্তির দাবিতে আজ শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ বাজিতপুরে বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে।
উপজেলা আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কেন্দ্রীয় যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পালের ইন্দনে বাজিতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পৌর এলাকার মথুরাপুরে সরকারি জায়গা দখল করে ঘর তোলেন। পরে স্থানীয় জনগণ এটা প্রতিহত করে। পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করতে দখলবাজ চক্রটি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি মেঝেতে নামিয়ে ছবি অবমাননা করা হয়েছে মর্মে অপপ্রচার চালায়। আওয়ামী লীগ নেতারা এই শোকের মাসে এমন ঘৃণ্য কাজের জন্য তাদের শাস্তির দাবি জানান। এ বিষয়ে জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ পাঠানো হবে বলেও জানান তারা।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, সানোয়ার আলী শাহ সেলিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা যুবলীগের সভাপতি কবীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান মিয়াদ, পৌরসভার কাউন্সিলর হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে সকল ইউপি চেয়ারম্যান, দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে শুক্রবার কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পালের নেতৃত্বে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চতুরে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ঘর ভাঙা ও ছবি অবমাননার অভিযোগ এনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সরকারি জায়গায় যুবলীগের অফিসের জন্য ঘর তোলার কথা স্বীকার করে বলেন, আগে কেউ বললে আমি ঘর উঠাতাম না।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে পৌর এলাকার মথুরাপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গা দখল করে ঘর উঠাতে গেলে স্থানীয় জনগণ বাধা দেয় এবং ঘরটি ভেঙে ফেলে।