কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: নিখোঁজ মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ।
শনিবার (১২ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে কুলিয়ারচর থানা থেকে ভিকটিমকে তার পিতার কাছে বুঝিয়ে দেওয়া হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ১১ আগস্ট রাত সোয়া ১১ টার দিকে কুলিয়ারচর থানার মাদবদী এলাকায় মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। পরে কুলিয়ারচর থানার পুলিশ তাকে থানায় এনে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেক্সে একজন নারী কনস্টেবলের তত্বাবধানে রাখে। জিজ্ঞাসাবাদে তিনি পিতার নাম, মোবাইল নম্বর ও ঠিকানা বললে পুলিশ সে অনুযায়ী যোগাযোগ করে।
সংবাদ পেয়ে মেয়েটির পিতা শনিবার কুলিয়ারচর থানায় গিয়ে জানান, তার মেয়েটি প্রায় ৪/৫ বছর যাবত মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছে। গত ১০ আগস্ট ভোর সাড়ে ৫ টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি পরিবারের সদস্যরা।
মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।