ঢাকাSunday , 13 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ এলজিইডি ভবনে আগুন, পাঁচ সদস্যের তদন্ত কমিটি

প্রতিবেদক
-
August 13, 2023 6:13 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ২টার দিকে ভবনটি দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভবনটি এয়ারকন্ডিশনার, কম্পিউটারসহ বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জামাদি পুড়ে গেছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবজর গিফারী জানান, রাত ২.২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরমধ্যে দুতলা থেকে জাহাঙ্গীর নামে একজন প্রকৌশলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানের জন্য জেলা প্রশাসন থেকে আজ রবিবার বিকালে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) মোহাম্মদ হাবিবুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আহসান ইবনে আজিজ, কিশোরগঞ্জ এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শাহ ইমরান।

তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য করুন