হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে রাব্বি মিয়া (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ আগষ্ট) সকালে হোসেনপুর পৌরসভার নতুন বাজার এলাকায় একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হোসেনপুর থানা পুলিশ৷ রাব্বি হোসেনপুর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের মো.আলাল মিয়ার ছেলে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
আপনার মন্তব্য করুন