নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে কিশোরগঞ্জ জেলা পরিষদ।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনায় দোয়া করা হয়।
আপনার মন্তব্য করুন