নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রথম প্রতিবাদীদেরকে সম্মামনা দিয়েছে ‘আমরা একাত্তর’ নামে একটি সংগঠন।
এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ শহরের একটি হোটেল মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতির পিতা হত্যার প্রথম প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী ২০ জনের মধ্যে ১১ জন উপস্থিত থেকে সম্মাননা স্মারকক্রেস্ট গ্রহণ করেন। অনুষ্ঠানে অনুপস্থিত এবং প্রয়াতদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা ক্রেস্ট গ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন আমরা একাত্তর কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী হিলাল ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মৃণাল সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অশোক সরকার।
এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে একটি শোক শোভাযাত্রা বের করা হয়।