নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
এ উপলক্ষে মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায় জাতীয় পতাকা অর্ধনমিত করে কর্মসূচির সূচনা করা হয়। সকাল ৮টায় কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী জুলফিকার, কিশোরগঞ্জ সদর এলাকা পরিচালক মো. আনিসুজ্জামান খোকন ও এজিএম (এডমিন) ওয়ালীউল্লাহ। এ সময় সমিতির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সকল ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী জুলফিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এলাকা পরিচালক মো. আনিসুজ্জামান খোকন, এজিএম (এডমিন) মো. ওয়ালী উল্লাহ, শেখ মো. শফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।