আদালত প্রতিবেদক: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদসহ উপজেলা বিএনপির ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে অষ্টগ্রামের একটি মামলায় উপজেলা বিএনপির ২২ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সায়েদুর রহমান ১০ জনের জামিন মঞ্জুর করেন। বাকি ১২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মোস্তাক আহমেদ, বিএনপি কর্মী মো. ফেরদৌস মিয়া, মো. সজু মিয়া, মুরশেদ ই কামাল, ডা. ইমরুল, মো. তোয়াব মিয়া, রাজীব আহমেদ, ইয়াকুব, আখতার, সোহেল ও নাজু মিয়া।
কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২ জুলাই অষ্টগ্রাম উপজেলা বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। এ ঘটনায় ছাত্রলীগের এক নেতা বাদী হয়ে ৭১ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। হাইকোর্ট থেকে সকলেই জামিনে ছিলেন।
এদিকে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদসহ কারাগারে আটক বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
এক বিবৃতিতে তিনি মামলাটিকে মিথ্যা, সাজানো ও রাজনৈতিক হয়রানিমূলক উল্লেখ করে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন।