ঢাকাSunday , 1 August 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে বাঁশ-বেতের কারিগরদের দুর্দিন

প্রতিবেদক
-
August 1, 2021 3:47 pm
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: মহামারী করোনা ও লকডাউনের প্রভাবে কিশোরগঞ্জের হোসেনপুরে বাঁশ-বেতের কারিগরদের দুর্দিন দেখা দিয়েছে।

পরিবারে একমুঠো অন্ন যোগাতে কিছু কারিগর লকডাউনের মধ্যে বাঁশ বেত দিয়ে খাঁচা তৈরি করলেও বাজারে নিয়ে যেতে পারছেননা। কেউ কেউ বাজারে নিলেও মিলছেনা ক্রেতা। ফলে এসব পরিবারে চলছে হাহাকার।

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ধুলজুরী এলাকা ঘুরে দেখা গেছে এমনই করুণ দৃশ্য। বাঁশ-বেতের কারিগর খোকন মিয়া। সহায় সম্বল বলতে কিছুই নেই তার। বড় হওয়ার পর থেকে পারিবারিকভাবে এ পেশায় জীবন শুরু তার। পরিবারের অন্য সদস্যরাও এ কাজের সাথে জড়িত। খোকন মিয়া জানান, ইদানিং লকডাউন দেওয়াতে খাঁচা ও টুরকি তৈরি করলেও ক্রেতার অভাবে বাজারে বিক্রি হচ্ছেনা। ফলে পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে দিন কাটছে তার।

একই এলাকার কারিগর রুবেল মিয়া জানান, লকডাউনের পূর্বে বাঁশ-বেত দিয়ে খাঁচা ও টুরকি তৈরি করে বেশ ভালোই চলছিল সংসার। কিন্তু করোনার প্রভাবে এসবের বাজার না থাকায় এখন ঘরে খাবার নেই।

হোসেনপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার জানান, সরকারি বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে বাঁশ-বেতের কারিগরদের মধ্যে বণ্টন করা হবে।

আপনার মন্তব্য করুন