বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ব্যাটারীর চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজীরচর ইউনিয়নের সাদিরচর গ্রামে।
নিহত অটোচালক মো. হান্নান মিয়া (২০) সাদিরচর গ্রামের জামাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ ঘরে অটোরিকশার ব্যাটারী চার্জ দেন হান্নান মিয়া। বৃহস্পতিবার সকালে চার্জার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষথেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
আপনার মন্তব্য করুন