নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ১২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ভৈরবের আমলাপাড়া নিউ টাউন এলাকায় অভিযানটি চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় একটি বাজারের ব্যাগে থাকা ১২ কেজি গাঁজাসহ শাকিল মিয়া (১৯) নামে একজনকে গ্রেফতার করে। তিনি ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার মৃত বাদল মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য করুন