বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন বলেছেন, মানুষের দুঃখ কষ্টে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই আপনজনের মত পাশে থাকেন। যত দুর্দিনই আসুকনা কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের পাশে সব সময় থাকবেন। কঠিন করোনা পরিস্থিতিতেও তিনি দুস্থ অসহায় মানুষকে খাদ্যসহ বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছেন।
রবিবার দুপুরে তিনি কিশোরগঞ্জের বাজিতপুরে করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা ও চেক প্রদানকালে এসব কথা বলেন।
বাজিতপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে একশ অসহায় মানুষের হাতে তিনি খাদ্য সহায়তা তুলে দেন। প্রত্যেককে দেওয়া হয় ১০ কেজি চাল, এক কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল ও এক কেজি লবণ।
এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুলনাহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোরশেদা খাতুন, বাজিতপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রকিবুল ইসলাম শিবলী, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।
একই সময়ে উপজেলা পরিষদ মিলনায়তনে কালবৈশাখী, ঘুর্ণিঝড়, করোনা, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৩ জনকে ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়।